সিলেটের ফেঞ্চুগঞ্জে পূবালী ব্যাংক শাখার নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে দ্বারোদঘাটন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ বাজারের নবনির্মিত ভবন জামান প্লাজায় এক সূধীসমাবেশ অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক ফেঞ্চুগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী, এজিএম প্রদ্যুৎ কান্তি দাস, এজিএম উজ্জল হালদার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ চৌধুরী, ব্যবসায়ী মানিকুজ্জামান মিরন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ব্যবসায়ী মশিউল করিম, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ও মোঃ সাজিম হোসেন প্রমুখ।
অতিথিরা ফিতা কেটে ব্যাংকের নতুন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।