স্টাফ রিপোর্টার:: সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনে সাড়ে পাঁচ ঘন্টা আটকে ছিল। গতকাল রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেন সকাল ১১টায় মাইজগাঁও রেল স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিষয়টি রেলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর আখাউড়া থেকে মাইজগাঁও রেলস্টেশন পথে রিলিফ লোকোমোটিভ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ট্রেন আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে বিকাল ৩টা ৪৫ মিনিটে মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে যায়।

আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে আটকেপড়া যাত্রী মাহবুব আলম, জাকির হোসেন ও সাজিবুর রহমান জানান, তারা সকলে জরুরি কাজে চট্টগ্রাম যেতে ট্রেনে উঠেন। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন বিলম্ব হওয়ায় তাদের কাজে সমস্যা হয়। ট্রেনের বিকল্প সড়ক পথে ফেঞ্চুগঞ্জ থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের স্টেশনে থাকতে হয়েছে।
এ বিষয়ে মাইজগাঁও রেল স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, রিলিফ ট্রেনের ইঞ্জিন মাইজগাঁও রেলস্টেশনে আসার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।