‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটের ফেঞ্চুগঞ্জে আরমান হোসেন আনু(৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকা থেকে চেকপোস্ট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরমান হোসেন আনু ২নং মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।