সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ রাম্পা গ্রামের কৃতি সন্তান খালেদ আহমদ। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন।
দীর্ঘ তিন দশকের কর্মময় জীবনে তিনি সৎ ও দক্ষতার সাথে কাজ করেন। অফিসের কাজের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট, ঢাকা কোঅপারেটিভসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
তিনি ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ ব্যাংক ক্লাবের আজীবন সদস্য, রোটারি ক্লাব অব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট, সাইক্লোন, সিলেট এবং এসএসসি চুরাশিয়ান এর সদস্য হিসাবে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত রয়েছেন।
ব্যক্তিগত জীবনে স্ত্রী মারজানা বেগম গৃহিণী, ২ মেয়ে ও ২ ছেলে স্কুলে অধ্যয়নরত। সিলেট নগরীর শাহপরান আবাসিক এলাকায় নিজস্ব বাসায় বসবাস করছেন। এদিকে, পদোন্নতি পাওয়ায় খালেদ আহমদকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও বিভিন্ন সমাজিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।