পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা সহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু।
শনিবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় সিলেটের বানভাসি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানিতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশা করি আল্লাহর রহমতে ঈদ আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে।