লেখক, ছড়াকার, ইসলামি চিন্তাবিদ, সমাজসেবী জনদরদী মানবিক ব্যক্তিত্ব বহুগুণে মহিয়ান, সিলেটের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী এডভোকেট মুজিবুর রহমান শাহিন।
করোনা কালীন সময়ে ও মানুষের সেবায় সর্বাত্মক সহযোগিতা করে গেছেন। স্মরণ কালের ভয়াবহ বন্যায় সিলেটবাসী যখন অসহায় হয়ে পড়েছিল, এই দুঃসময়ে মানুষকে রান্না করা খাবার, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।
আবু হুরায়রা বাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,‘যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে – আর আল্লাহ হালাল ব্যতীত অন্যকিছু গ্রহণ করেন না – আল্লাহ তাআলা তা তাঁর ডান হাতে গ্রহণ করেন এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি একসময় সে সদকা পাহাড়তুল্য হয়ে যায়।’(বর্ণনায় বুখারী ও মুসলিম)
কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, একজন সমাজসেবী নিরঅহংকার, সাদা মনের মানুষ সুদূর আমেরিকা থেকে বসে ও বনবাসি মানুষের কল্যাণে যে সেবাটুকু করে যাচ্ছেন, তা সত্যিই সিলেটবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করার নয়।
বন্যায় ক্ষতিগ্রস্থ সবার পক্ষ থেকে এডভোকেট মুজিবুর রহমান শাহিন সাহেবকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভ কামনা।
জয় হউক মানবতার! জয় হউক এডভোকেট মুজিবুর রহমান শাহিন সাহেবের।
লেখক: প্রিন্সেস হেনা