রাজনগরে মোবাইল দেখা নিয়ে ১৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা রাজনগরে মোবাইল দেখা নিয়ে ১৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:২৪|

রাজনগরে মোবাইল দেখা নিয়ে ১৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

 

মৌলভীবাজারের রাজনগরে মায়ের হাতে মোবাইল আসক্ত আমির হাসান জয় নামের ১৩ বছরের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুহেনা বেগম (৪০) আটক করেছে রাজনগর থানা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পান পুঞ্জি গ্রামের আসলাম আলীর ছেলে।

রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ৮টার দিকে শিশু আমিরুল হাসান জয়কে তার মা সুহানা বেগম মোবাইল দেখতে নিষেধ করেন এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে রাগান্বিত মা সুহানা বেগম শিশু আমিরুলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর