ডিপজলের সিনেমার প্রতি দর্শকের আলাদা টান রয়েছে ডিপজলের সিনেমার প্রতি দর্শকের আলাদা টান রয়েছে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৮|

ডিপজলের সিনেমার প্রতি দর্শকের আলাদা টান রয়েছে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মুভিলর্ড খ্যাত ডিপজলের দুই সিনেমা আনকাট সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। সিনেমা দুটি হচ্ছে, ‘মানুষ হলো অমানুষ’ এবং ‘জিম্মি’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমা দুটি দেখে ভুয়সী প্রশংসা করেন।

পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে বিনোদনমূলক গল্প নিয়ে নির্মিত সিনেমা দুটি দেখে বোর্ড সদস্যরা বলেছেন, দুটি সিনেমাই সময়োপযোগী গল্প ও দর্শক চাহিদা পূরণ করবে বলে আমরা মনে করি। এক সদস্য বলেন, ডিপজলের সিনেমার প্রতি দর্শকের আলাদা টান রয়েছে। বরাবরই ভালো গল্প, বড় আয়োজন এবং দর্শকের মন বুঝে তার সিনেমাগুলো নির্মিত হয়। এই সিনেমা দুটিও সেভাবেই নির্মিত হয়েছে। দর্শক সিনেমা দুটি দেখে আনন্দের পাশাপাশি ম্যাসেজও পাবে।

এদিকে ডিপজল বলেন, আমার সিনেমা দুটি দেখে সেন্সরবোর্ড সদস্যরা প্রশংসা করেছেন। আমি সবসময়ই দর্শককে ভালো কিছু উপহার দিতে চেষ্টা করি। দর্শক যে ধরনের সিনেমা চায় সে ধরনের সিনেমা বানাই। শুধু এই দুইটিই নয়, আমার আরও যে সাতটি সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোরও প্রত্যেকটির গল্প ও মেকিং দেখে দর্শক মুগ্ধ হবে।

উল্লেখ্য, দুটি সিনেমায় ডিপজলের পাশাপাশি নতুন নায়ক-নায়িকা ও দক্ষ অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন। এদের মধ্যে রয়েছেন, জয় চৌধুরী, শিরিন শিলা, মৌ খান, মিশা সওদাগর, বড় দা মিঠু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশারসহ অন্যান্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩