ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাউথ ইয়র্কশায়ার এসোসিয়েশনের অনুদান বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাউথ ইয়র্কশায়ার এসোসিয়েশনের অনুদান বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১০:২২|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাউথ ইয়র্কশায়ার এসোসিয়েশনের অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বাংলাদেশি প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনাবোধ সত্যিই অবিশ্বাস্য। সিলেটে সাম্প্রতিক বন্যায় প্রবাসের ও দেশের মানুষেরা যেভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সাউথ ইয়র্কশায়ার বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন ইংল্যান্ডের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, সাউথ ইয়র্কশায়ার বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের ট্রাস্টি হাজী আব্দুন নূর, এম শাহাব উদ্দীন, সেনর এইচ আলী, আব্দুল কাদির,সেবুল আহমেদ ও আব্দুল কাদির।

নগদ দুই হাজার টাকা করে দুই শতাধিক পরিবারের মধ্যে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সদস্য আর কে দাস চয়ন, সহযোগী সদস্য ছামি হায়দার, বালাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইমন শাহ,আজকের পত্রিকার বালাগঞ্জ প্রতিনিধি রাজিব আহমেদ, এসোসিয়েশনের স্বেচ্ছাসেবক আরব আলী, মোঃ হান্নান,সেবুল মিয়া, আব্দুল ওয়াদুদ,মো গিয়াস উদ্দিন, আব্দুল কাদির, মাহমুদুল হাসান ও আবু সাঈদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর