ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চৌধুরী ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে নাহিদ হাসান চৌধুরী বলেন, ‘আজ ১১ ডিসেম্বর, ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ফেঞ্চুগঞ্জের মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে ফেঞ্চুগঞ্জ মুক্ত করেন। সেদিন উল্লাসিত জনতা ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে পড়েন। আনন্দ উল্লাসে উড়িয়ে দেন লাল-সবুজের পতাকা। আমার পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জবাসীকে জানাই মুক্ত দিবসের শুভেচ্ছা। এভাবে আমরা জীবনের প্রতিটি লড়াই জিতবো, ইনশাআল্লাহ।
‘সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন, ভাল থাকেন’।