ফেঞ্চুগঞ্জে তাঁতী লীগের আনন্দ মিছিল ফেঞ্চুগঞ্জে তাঁতী লীগের আনন্দ মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৫|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ফেঞ্চুগঞ্জে তাঁতী লীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নেতাকর্মীরা বলেছেন, বাংলাদেশ তাঁতী লীগ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পাকিস্তানী শোষন বিরোধী আন্দোলন ও মহান মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান নেতা জাতির জনকের রাজনীতি বাংলার কৃষক, শ্রমিক, তাঁতী, কুমার, কামার তথা সর্বস্তরের আপামর জনতার জন্য। তাই তিনি সকল শ্রমজীবি ও কর্মজীবিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। পূর্ব বাংলার অর্থনীতিতে তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। কিন্তু তাঁত শিল্পীদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান দিতে পশ্চিমাদের ছিল অনীহা। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু তাঁতী লীগ গঠন করেন এবং আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম অঙ্গ সহযোগি সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করেন। বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম ছিল বিশ্বজোড়া। পরিবেশ বান্ধব তাঁত শিল্পের পুনঃবিন্যাসে আমাদের মনোনিবেশ করতে হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক সুজন দেবনাথকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল শেষে পথ সভায় বক্তারা এসব কথা বলেন।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে মিছিলটি পথসভায় মিলিত হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান মিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন- নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান ডেনেস, ফোজায়েল ইসলাম মুহিত, আহাদুল ইসলাম রনি, সদস্য সামাদ খান রাহেল, রতন কান্তি দেব, রাকিব আলী, সাইদুর রহমান সাহেদ, সাহেদ আহমদ, তরিকুল ইসলাম সাহেম, জায়েদ আহমদ, জায়েদ আহমদ, মারুফ আহমদ সুমন, বলরাম পাল টিংক, বামার হোসেন রনি, শেখ সুহেল আহমদ মুন্না, লিপন দাস, সাকেল আহমদ, দিলু মিয়া, আলাল আহমদ ও আব্দুল আজিদ বাবু প্রমুখ।

মিছিলে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, যুবলীগ নেতা এম হাসান লিমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, আরাফাত হোসেন জসিম, রেজাউর রহমান রেজু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর