ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নেতাকর্মীরা বলেছেন, বাংলাদেশ তাঁতী লীগ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পাকিস্তানী শোষন বিরোধী আন্দোলন ও মহান মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান নেতা জাতির জনকের রাজনীতি বাংলার কৃষক, শ্রমিক, তাঁতী, কুমার, কামার তথা সর্বস্তরের আপামর জনতার জন্য। তাই তিনি সকল শ্রমজীবি ও কর্মজীবিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। পূর্ব বাংলার অর্থনীতিতে তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। কিন্তু তাঁত শিল্পীদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান দিতে পশ্চিমাদের ছিল অনীহা। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু তাঁতী লীগ গঠন করেন এবং আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম অঙ্গ সহযোগি সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করেন। বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম ছিল বিশ্বজোড়া। পরিবেশ বান্ধব তাঁত শিল্পের পুনঃবিন্যাসে আমাদের মনোনিবেশ করতে হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক সুজন দেবনাথকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল শেষে পথ সভায় বক্তারা এসব কথা বলেন।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে মিছিলটি পথসভায় মিলিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান মিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন- নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান ডেনেস, ফোজায়েল ইসলাম মুহিত, আহাদুল ইসলাম রনি, সদস্য সামাদ খান রাহেল, রতন কান্তি দেব, রাকিব আলী, সাইদুর রহমান সাহেদ, সাহেদ আহমদ, তরিকুল ইসলাম সাহেম, জায়েদ আহমদ, জায়েদ আহমদ, মারুফ আহমদ সুমন, বলরাম পাল টিংক, বামার হোসেন রনি, শেখ সুহেল আহমদ মুন্না, লিপন দাস, সাকেল আহমদ, দিলু মিয়া, আলাল আহমদ ও আব্দুল আজিদ বাবু প্রমুখ।
মিছিলে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, যুবলীগ নেতা এম হাসান লিমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, আরাফাত হোসেন জসিম, রেজাউর রহমান রেজু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।