ফেঞ্চুগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আলাউদ্দিন খান ও জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাওলানা আবদুল ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, প্রেস ক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, উন্নয়নকর্মী সুমন আহসান উল্লাহ।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জুয়েল খানের বাবা ও বড় ভাইয়ের নামে গঠিত এই ফাউন্ডেশন আর্তমানবতার কল্যাণে কাজ করছে। এছাড়াও নীরবে-নিভৃতে জুয়েল খান সমাজের হতদরিদ্র মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন জুয়েল।
চলাচলে অক্ষম দরিদ্র ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য উন্নত মানের ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়।