ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের নতুন সদস্য পদ দেওয়া হয়েছে। সদস্য পদে সিলেট বাণী পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান রিপনকে নতুন করে চূড়ান্তভাবে সহযোগী সদস্য মনোনীত করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসক্লাবের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল স্বাক্ষরিত কার্যনিবার্হী কমিটির সভায় নতুন সদস্য পদের আবেদনসহ দাখিলকৃত কাগজপত্রাদি নিয়ে উপস্থিত সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সদস্য পদে অর্ন্তভূক্তি করণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর চূড়ান্ত অনুমোদন দেন সভাপতি ও সম্পাদক।
এদিকে ঐতিহ্যবাহী এ সংগঠনে দীর্ঘদিন পর প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সদস্য পদে মনোনীত করায় সকল সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।