ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার নাথ ও সাধারণ সম্পাদক শিপন পাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৪ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নয় মাস অতিবাহিত হওয়ার পরও কমিটির সাংগঠনিক কোনো কার্যক্রম না থাকায় ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।