ফেঞ্চুগঞ্জে রেলক্রসিংয়ে গেইটম্যানের অবহেলা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফেঞ্চুগঞ্জে রেলক্রসিংয়ে গেইটম্যানের অবহেলা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:১১|

ফেঞ্চুগঞ্জে রেলক্রসিংয়ে গেইটম্যানের অবহেলা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

 

ট্রেনের ধাক্কায় সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার আব্দুশ শহীদ (৪৫) মারা গেছেন।

 

রোববার দুপুরে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুশ শহীদ জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

 

স্থানীয় সূত্র জানান, রোববার দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত ট্রেন আব্দুশ শহীদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের গাফলতির ঘটনায় ইলাশপুরে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

 

খবর পেয়ে দুপুর ২টায় তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার আব্দুশ শহীদের মৃত্যুর খবরে পুরো এলাকায় গভীর শোকের বাতাস বইছে। এ দুর্ঘটনার পেছনে রেলওয়ের গাফলতি চিহ্নিত করে ব্যবস্থা নিতে সাধারণ মানুষ দাবি জানিয়েছেন।

 

সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটোয়ারী বলেন, নিহতের মানিব্যাগে থাকা এনআইডি কার্ডের সূত্রে পরিচয় পেয়ে স্বজনদের জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩