দুবাইয়ে সাংবাদিক রুমেল আহসানের সঙ্গে প্রবাসী অনলাইন যুবলীগের মতবিনিময়  দুবাইয়ে সাংবাদিক রুমেল আহসানের সঙ্গে প্রবাসী অনলাইন যুবলীগের মতবিনিময়  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৪|

দুবাইয়ে সাংবাদিক রুমেল আহসানের সঙ্গে প্রবাসী অনলাইন যুবলীগের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সংক্ষিপ্ত সফরে আরব আমিরাতে অবস্থানরত দৈনিক যুগান্তর পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এবং ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসানের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে গঠিত ‘প্রবাসী অনলাইন আওয়ামী যুবলীগ’ নামে সংগঠন।

গত সোমবার স্থানীয় সময় রাতে আরব আমিরাতের খরফাক্কানস্থ একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আলমাস উদ্দিন সাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাজব আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনাই মিয়া, যুবলীগ নেতা দোয়েল আহমদ, সমাজকর্মী আব্দুর রহমান দরবারী, উস্তার আলী, হোসেন আহমদ ও রাজু আহমদ।

সভায় বক্তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে গেলে বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে প্রবাসীরা নানা ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন। প্রবাসীরা দেশে গেলে যাতে হয়রানির শিকার না হন এবং উপযুক্ত সম্মান পান সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩