ফেঞ্চুগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং মানিকোনা শাখার প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৩।
শনিবার (২ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে নির্ধারিত দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়।
ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের বাছাই করা ৬৫ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন- সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মো: মকুব আলী, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, ডা. রওশন আলী, যুক্তরাজ্য প্রবাসী মো: কাপ্তান মিয়া, ছালিক মিয়া, প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং মানিকোনা শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান বাবু, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন, সমাজসেবক তিতন মিয়া, মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন।
এদিকে দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আর অংশ নিয়ে ভালো পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।