দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানতে ডা. দুলালকে মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ করেন নি৷ তবে ডা. দুলালের ঘনিষ্ঠজনেরা বলেন, চিন্তার কোনো বিষয় নেই, আপিল করা হবে। আপিল করলে ডা. দুলালের মনোনয়ন ফিরে পাব।