রুমেল আহসান:: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ওই আসনে নৌকার কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের সমর্থকদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগকে ‘ফালতু’ বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা)। স্বতন্ত্র প্রার্থী দুলালের পক্ষে প্রচারণায় অংশ নিতে প্রবাস থেকে দেশে ফিরেছেন ওই আসনের তিনবারের সংসদ-সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর ঘনিষ্ঠজনরা। অন্যদিকে হাবিব ও দুলাল ছাড়া অন্য প্রার্থীদের দেখা পাচ্ছেন না বলে জানিয়েছেন ভোটাররা।
এবারের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় সিলেট-৩ আসনে ভোটের রাজনীতিতে মোড় পাল্টাচ্ছে সময়ে সময়ে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুবাদে স্থানীয় বিএনপি-জামায়াতের ভোটের দিকে চোখ এখন দুলালের। অন্যদিকে নৌকার সমর্থক ভোটারদের মন জয় করতে ব্যস্ত হাবিব ও তার কর্মী-সমর্থকরা। হাবিবের নির্বাচনি প্রচারে জনসমাগম বাড়ছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। নির্বাচনি এলাকার হাটবাজার থেকে শুরু করে গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন নৌকার মাঝি হাবিব।
তবে আওয়ামী লীগে কোণঠাসা হয়ে পড়া নেতাকর্মীরা এবার স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের হয়ে কাজ করছেন। হাটবাজার থেকে শুরু করে গ্রামগঞ্জে ডা. দুলালের ‘ট্রাক’ প্রতীকে ভোট চাচ্ছেন। অন্যদিকে দুলালের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ইতোমধ্যে প্রবাস থেকে দেশে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ ও সাবেক এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাগিনা যুক্তরাজ্য প্রবাসী এমরান শিকদার এবং ভাতিজা সাকিব উস সামাদ চৌধুরী। নৌকার প্রার্থীর সমর্থকরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে বলে গণমাধ্যমে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল। অন্যদিকে দুলালের এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, চারদিকে নৌকার গণজোয়ার সৃষ্টি হওয়ায় পরাজয় নিশ্চিত ভেবে ডা. দুলাল এসব ফালতু অভিযোগ তুলেছেন।
এদিকে নির্বাচনি মাঠে আওয়ামী লীগ প্রার্থী হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল গণসংযোগ এবং উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করলেও অন্য ৪ প্রার্থীর দেখা পাচ্ছেন না বলে জানান ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী রুহুল আমিনসহ কয়েকজন ভোটার।
সিলেট-৩ আসনে হাবিব ও দুলাল ছাড়াও লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার)।