সর্বস্তরে থাক মায়ের ভাষা, শহীদ দিবসের প্রত্যাশা : মাহফুজুর রহমান জাহাঙ্গীর  সর্বস্তরে থাক মায়ের ভাষা, শহীদ দিবসের প্রত্যাশা : মাহফুজুর রহমান জাহাঙ্গীর  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:০৮|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

সর্বস্তরে থাক মায়ের ভাষা, শহীদ দিবসের প্রত্যাশা : মাহফুজুর রহমান জাহাঙ্গীর 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর বলেছেন, মিছিলে ঝরা কিছু টগবগে প্রাণ, এনে দিল মায়ের ভাষার গান, নিয়ে গেল স্বাধিকার আর স্বাধীনতা পথে, তারা চির অম্লান; গৌরব আর শোকের একুশ আলোয় সেই বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

 

তিনি আরও বলেন, মায়ের শেখানো বুলিকে সাত দশক আগে তারা এনে দিয়েছিলেন রাষ্ট্রভাষার মর্যাদা। আজকে আমাদের জন্য একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে আত্মহুতি দিতে হয়েছে। আজকে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য গৌরবের।

 

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দনারাম উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপত সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আব্দুল কাইয়ুম,  রাছিক আহমেদ.

 

প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক  হাবিবুর রহমান ও জয়নাল আবেদীন।

 

সভার পূর্বে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর