তিনি আরও বলেন, মায়ের শেখানো বুলিকে সাত দশক আগে তারা এনে দিয়েছিলেন রাষ্ট্রভাষার মর্যাদা। আজকে আমাদের জন্য একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে আত্মহুতি দিতে হয়েছে। আজকে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য গৌরবের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দনারাম উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপত সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আব্দুল কাইয়ুম, রাছিক আহমেদ.
প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও জয়নাল আবেদীন।
সভার পূর্বে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়।