ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা বলেছেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবার হচ্ছে হাজী আলম রাজার পরিবার। সমাজসেবা, দানশীলতার অনেক নজির তারা রেখে যাচ্ছেন। মানবিক এই পরিবার এখন সংগঠিত উদ্যোগে হাজী আলম রাজা কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। মানবিক সৎকর্ম করার ক্ষেত্রকে সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে গঠিত এই ট্রাস্ট পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এই মহতী কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করতে পেরে আমিও গর্বিত।
সোমবার (১১ মার্চ) বিকাল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রামস্থ আলম রাজার বাড়ির প্রাঙ্গণে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাবিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী আলম রাজা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি আব্দুল গফফার লিল মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, আলম রাজা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি আব্দুল মতিন কালাম লুলু, অন্যতম ট্রাস্টি, সমাজসেবক হাজী লুদু মিয়া, কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মাহবুবুল আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল আহমদ ও সমাজসেবক সিরাজুল ইসলাম সাজুল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আল আমিন। দোয়া পরিচালনা করেন দনারাম কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ। পরে দনারামসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।