আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শাহ মুজিবুর রহমান জকন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (১২ মে) রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যাহার পত্র জমা দেন তিনি।
প্রত্যাহার পত্রে তিনি পারিবারিক কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান।
২০১৯ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। দলীয় কোন্দলে ভরাডুবি হয় তার। এবার তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।