উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে ফেঞ্চুগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। শুক্রবার (২৪ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে ভোট বর্জনে লিফলেট বিতরণ করা হয়েছে।
বাজারের বিপণিবিতান, পথচারী, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে চলমান উপজেলা নির্বাচনও বর্জন করবে। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন।
এ ডামি নির্বাচনে জনগণ অংশ নেবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন, আপনাদের আত্মীয়স্বজন যারা যেখানে আছে সবাইকে উপজেলা নির্বাচন বর্জন করার জন্য আহ্বান করবেন।
ফেঞ্চুগঞ্জ থানার রোড পয়েন্টে পথসভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হানের পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সহ সভাপতি মহিবুদ্দিন বেলাল, ফখরুল ইসলাম পাপলু, রাজু চৌধুরী, এনায়েত হোসেন রুহেল, সাদিকুর রহমান টিপু, খায়রুল ইসলাম ছুটন, রাশেদুল হাসান চৌধুরী রাসেদ, শাহিন আহমদ, দিনার আহমদ শাহ, বাদল আহমদ, জামাল আহমদ, ফখরুল ইসলাম নিশাত, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফাহিজুল করিম সায়মন ও কমল হাসান বাবর প্রমুখ।