ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন সাব্বির  ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন সাব্বির  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৯|

ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন সাব্বির 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশফাকুল ইসলাম সাব্বির। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

 

সাব্বির আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ১৯৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।

 

বুধবার সকাল ৮টা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

 

অন্য তিন প্রার্থী আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩৪টি। জহিরুল ইসলাম মুরাদ ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৮৭৪টি। সুলতানা রাজিয়া ডলি দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ২৪২টি।

 

রাত আটটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মাহবুব আলম উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

 

এবার ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিল ৮৮ হাজার ৫৫১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৩ হাজার ৩৭৭ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর