সাব্বির আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ১৯৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।
বুধবার সকাল ৮টা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
অন্য তিন প্রার্থী আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩৪টি। জহিরুল ইসলাম মুরাদ ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৮৭৪টি। সুলতানা রাজিয়া ডলি দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ২৪২টি।
রাত আটটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মাহবুব আলম উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।
এবার ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিল ৮৮ হাজার ৫৫১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৩ হাজার ৩৭৭ জন।