জাকির আহমদ চৌধুরী:: ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশফাকুল ইসলাম সাব্বির। তিনি নির্বাচনে তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলকে পরাজিত করেন।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন দল ক্ষমতায় থাকলেও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং তৃণমূলকে সংগঠিত করতে সময় দেননি টুটুল। ফলে নিজস্ব বলয়ের হাতেগোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া তৃণমূলদের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে। আবার দুঃসময়ের ত্যাগী এবং পরীক্ষিতদের অবমূল্যায়নও এর সাথে যুক্ত। দলের নেতাকর্মীদের সাথে বাড়তে থাকা এ দুরত্বের কারণেই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতার লজ্জাজনক পরাজয় বলে উল্লেখ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
অপরদিকে টুটুলের ভাতিজা আশফাকুল ইসলাম সাব্বির ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন হওয়ায় ফেঞ্চুগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন ও আর্থ-সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন সাব্বির। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা থাকায় শক্তিশালী একটি বলয় সৃষ্টি হয়েছে তার। দলীয় যেকোনো কোন্দল নিরসনে ও নেতাকর্মীদের বিপদে-আপদে ঝাপিয়ে পড়ার কারণে কর্মীদের আস্থার জায়গায় পরিণত হয়েছেন সাব্বির। নেতাকর্মীরাও নির্বাচনে সাব্বিরের জয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন।
নির্বাচনে আনারস প্রতীকে সাব্বির ভোট পেয়েছেন ১২ হাজার ১৯৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩৪টি। ভাতিজার প্রায় অর্ধেক ভোট পেয়েছেন চাচা। তাই উপজেলা পরিষদ নির্বাচনে লজ্জ্বাজনকভাবে হেরেছেন টুটুল।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছেন সাব্বির। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির বলেন, গ্রিন-ক্লিন-স্মার্ট উপজেলা হিসেবে ফেঞ্চুগঞ্জকে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। আমার এ বিজয় পুরো উপজেলাবাসীর। আমি আমার জনগণের কাছে কৃতজ্ঞ। নির্বাচনে পরাজিত সকল প্রার্থী আমার মুরব্বি। তাদের পরামর্শ নিয়ে আলোকিত ও মডেল উপজেলা গড়ে তোলা আমার মূল লক্ষ্য।