ফেঞ্চুগঞ্জে নদীগর্ভে বিলীন বসতঘর, পরিদর্শনে নবনির্বাচিত চেয়ারম্যান  ফেঞ্চুগঞ্জে নদীগর্ভে বিলীন বসতঘর, পরিদর্শনে নবনির্বাচিত চেয়ারম্যান  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৬:৩৮|

ফেঞ্চুগঞ্জে নদীগর্ভে বিলীন বসতঘর, পরিদর্শনে নবনির্বাচিত চেয়ারম্যান 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে নদীভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে গত দুই দিনে ওই গ্রামের তিনটি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে আরও অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হতে পারে। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই গ্রামের নদীপাড়ের বাসিন্দারা।

 

খোঁজ নিয়ে জানা যায়, ফেঞ্চুগঞ্জে গেলো কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে হাওর ও নদীর পানি। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে গত শনিবার মধ্যরাতে পিঠাইটিকর গ্রামের রুবেল মিয়ার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে এখন মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে কাঁদছেন ওই গ্রামের বাসিন্দারা। ভাঙনে একই এলাকার কাজল মিয়া ও রুজেল মিয়ার বাড়ির আঙিনা ধসে পড়েছে।

ভাঙন দেখা দেওয়ায় গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভাঙন আতঙ্কে পরিবার নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আবার অনেকেই তাদের আশ্রয়ের জায়গাটুকু বাঁচিয়ে রাখতে বাজার থেকে নতুন বাঁশ কিনে নতুন করে মজবুত করছেন।

রুবেল মিয়া জানান, নদীগর্ভে আমার পুরো ঘর ভাসিয়ে নিয়েছে। ভাই-বোন, স্ত্রী, সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছি না। আত্নীয় একজনের বাড়িতে একটি কক্ষে আমরা ১৩ জন আশ্রয় নিয়েছি।

 

এদিকে মঙ্গলবার (৪ জুন) বিকালে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির। তিনি বলেন, ভাঙনের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ উল্লেখ করে ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। শিগগিরই সেখানে ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরু হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, ইউপি সদস্য আশাকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সাহিল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এম হাসান লিমন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া আহমদ অপু, সনজির আহমদ, গফুর মিয়া, শায়েক মিয়া, এমাদ মিয়া, জহিদ আহমদ ও লিটন আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর