ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডাক বাংলোর পাশে বেদে পল্লীর বন্যা দুর্গত লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জুন) দুপুরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে হাবিবুর রহমান হাবিব বলেন, বন্যার্তদের পাশে সরকার সবসময় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে। বন্যা পরবর্তী সময়ে দুর্গত মানুষের মধ্যে কোনো ধরণের অসুখ-বিসুখ যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমপি হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আতিকুর রহমান মিটু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ সহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় অর্ধশতাধিক বন্যা কবলিত লোকদের হাতে ত্রাণ তুলেন দেন হাবিবুর রহমান হাবিব এমপি।