শপথ নিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির  শপথ নিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩১|
সর্বশেষ :

শপথ নিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির শপথ নিয়েছেন। 

 

শনিবার (১৫ জুন) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নেন তিনি।

 

পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোজাহিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া বেগম শপথ গ্রহন করেন।

 

তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা।

 

এছাড়াও এদিন সিলেট বিভাগের আরো ৪টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। উপজেলাগুলি হলো- সিলেটের বালাগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল।

 

শপথ নেয়া জনপ্রতিনিধিরা হলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া বেগম। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মাওলানা আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভাইস চেয়ারম্যান এম এ ওয়াহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব লিটন, ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন।

 

শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগীয় কমিশনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর