ফেঞ্চুগঞ্জে ইউএনও’র দেওয়া রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রে বিতরণ ফেঞ্চুগঞ্জে ইউএনও’র দেওয়া রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রে বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৯|

ফেঞ্চুগঞ্জে ইউএনও’র দেওয়া রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রে বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকার উদ্যোগে বন্যাক্রান্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৯ জুন) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানীয় ইউপি সদস্য আশাকুর রহমান রান্না করা খাবার বিতরণ করেন।

 

আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৭৬ জনের মধ্যে বুধবার বিকাল থেকে এসব রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- শামসুল ইসলাম, লাকী মিয়া, সেচ্ছাসেবক লীগ সারোয়ার সিদ্দিক ও নাট্যভিনেতা আনিসুর রহমান প্রমুখ।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, উপজেলার সকল আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। রান্না করা খাবার বিতরণে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর