ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| ভোর ৫:৫৬|

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে ভারতীয় সহকারি হাই কমিশনার চন্দর শেখর, ভারতীয় সহকারি হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।

অতিথিবৃন্দ ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের পিটাইটিকর, পূর্ব পিটাইটিকর ও ছত্রিশ গ্রাম, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের কয়ারটিলা, জিরো পয়েন্ট ও ময়মারা গ্রাম এবং ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ  ইউনিয়ন পরিষদের গয়াশী গ্রামে ত্রাণ বিতরণ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন  ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   তৈয়বুর রহমান শাহিন ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর