ফেঞ্চুগঞ্জে ছাত্রদল তিন ভাগে বিভক্ত হয়ে এক কর্মসূচি পালন ফেঞ্চুগঞ্জে ছাত্রদল তিন ভাগে বিভক্ত হয়ে এক কর্মসূচি পালন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৮|

ফেঞ্চুগঞ্জে ছাত্রদল তিন ভাগে বিভক্ত হয়ে এক কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

রুমেল আহসান:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তবে এককভাবে নয়; তিন ভাগে বিভক্ত হয়েই এসব কর্মসূচি পালন করেন তারা। পৃথক পৃথক র‍্যালি ও সভাকে ঘিরে প্রকাশ্যে এসেছে গ্রুপিং ও কোন্দল। উপজেলা ছাত্রদলের তিন নেতার নেতৃত্বে পৃথক র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়- গত বুধবার গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রা এই স্লোগান নিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাঁও বাজার এলাকায় র‍্যালি ও কেক কাটার মাধ্যমে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদল।

ওইদিন বিকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফির নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফেঞ্চুগঞ্জ বাজারস্থ চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাওন ও সদস্য আলী মোহাম্মদ ইব্রাহিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সহ সভাপতি এনায়েত হোসেন রুহেল, রেজাউল করিম রায়হান, সহ সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ছাত্র সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, শাহীন আহমদ, আলী আহমদ টিপু ও ফাহিম জামান প্রমুখ। সভা শেষে কেক কাটা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং প্রবাসী সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

অন্যদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহানের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু করে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামাদ প্লাজা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাওছার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাসেল, লুৎফুর রহমান, জাহাঙ্গীর আলম, বদরুল ইসলাম, সেখরুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সদস্য আফজাল আহমদ, মুহিবুর রহমান শাকিল, সৈয়দ মোস্তফা জামান রাফি, নাবিল আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আহমেদ ফাহিম, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ ও সাইফ হাসান।

এদিকে ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের ব্যানারে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি মাইজগাঁও রেল স্টেশন পয়েন্টে এসে শেষ হয়। উপজেলা ছাত্রদলের সদস্য হোসাইন আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সদস্য তাজিম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মনি, যুগ্ম আহ্বায়ক আজরফ মাহী, উপজেলা ছাত্রদলের সদস্য  কাওসার তফাদার, তাহের আহমদ, আব্দুল খালেক, সিলেট জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব সাইফুর রহমান রিয়াদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুর রহমান দোহান, বদরুল, ফরহাদ, মারজান, তাজওয়ার, সাকিব, সামি, সাকিব, পাপ্পু ও জাহিদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর