মাইজগাঁও রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকাপড়ে পাহাড়িকা মাইজগাঁও রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকাপড়ে পাহাড়িকা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:০১|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মাইজগাঁও রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকাপড়ে পাহাড়িকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার::  সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনে সাড়ে পাঁচ ঘন্টা আটকে ছিল। গতকাল রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেন সকাল ১১টায় মাইজগাঁও রেল স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিষয়টি রেলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর আখাউড়া থেকে মাইজগাঁও রেলস্টেশন পথে রিলিফ লোকোমোটিভ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ট্রেন আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে বিকাল ৩টা ৪৫ মিনিটে মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে যায়।


আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে আটকেপড়া যাত্রী মাহবুব আলম, জাকির হোসেন ও সাজিবুর রহমান জানান, তারা সকলে জরুরি কাজে চট্টগ্রাম যেতে ট্রেনে উঠেন। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন বিলম্ব হওয়ায় তাদের কাজে সমস্যা হয়। ট্রেনের বিকল্প সড়ক পথে ফেঞ্চুগঞ্জ থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের স্টেশনে থাকতে হয়েছে।

এ বিষয়ে মাইজগাঁও রেল স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, রিলিফ ট্রেনের ইঞ্জিন মাইজগাঁও রেলস্টেশনে আসার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর