প্রচণ্ড তাপদাহ : ফেঞ্চুগঞ্জে রোগীর চাপ হাসপাতালে প্রচণ্ড তাপদাহ : ফেঞ্চুগঞ্জে রোগীর চাপ হাসপাতালে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২২|

প্রচণ্ড তাপদাহ : ফেঞ্চুগঞ্জে রোগীর চাপ হাসপাতালে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
রুমেল আহসান:: প্রচণ্ড তাপদাহের মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। এ অবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই গরমে চলাফেরায় সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ থাকতে তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশি ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর ভিড় হাসপাতালে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই গরমে বেশি ভুগছেন। এসব রোগে আক্রান্ত হয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে শিশু ও মহিলা ওয়ার্ডে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন ৪০-৫০ জন শিশু ও মহিলারা। পুরুষ ওয়ার্ডে বয়স্ক লোকেরা ভর্তি হচ্ছেন। প্রচণ্ড তাপদাহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত দু’দিনে প্রায় ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অতিরিক্ত চাপ বাড়ায় মেঝে ও বারান্দায় শুয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। আর চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলিয়ে সাধ্যমত সেবা দিচ্ছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ১৩ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহ ধরে সকাল থেকে রাত পর্যন্ত জ্বর, ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘুরানোসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেকে ভর্তি হচ্ছেন। ভর্তি না হয়েও অনেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেবা নিচ্ছেন। সেখানে কথা হয় ব্যবসায়ী আজমল আলীর সাথে। তিনি বলেন, গত বুধবার থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। বাসায় স্যালাইন খেয়েছি, তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে শরীর বেশি খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসকরা স্যালাইন দেওয়ায় এখন কিছুটা সুস্থ লাগছে। বাদেদেউলী গ্রামের মারজানা বেগম তার শিশু বাচ্চা নিয়ে ভর্তি। মারজানা বলেন, বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ আমার ৪ মাসের শিশু বাচ্চার প্রচণ্ড জ্বর হয়। রাত কোনো রকম পার করে শুক্রবার ভোরে হাসপাতালে এসেছি। ডাক্তার বলেছেন প্রচণ্ড গরমের কারণে আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমদ বলেন, অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট, সর্দি, ঠান্ডা, ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সকল বয়সের রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। সবচেয়ে বেশি শিশু ও বয়স্ক লোকেরা গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন রোগীরা ভর্তি হচ্ছেন। আমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা দিচ্ছি। তিনি আরও বলেন, যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই বাচ্চাদের বাড়তি যত্ন নিতে হবে। শিশু ও বয়স্কদের তরল জাতীয় খাবার খাওয়ানোর পাশাপাশি সারাক্ষণ সুরক্ষায় রাখতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর