ফেঞ্চুগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যার্ত মানুষেরা। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি।
সোমবার (২০ জুন) দুপুরে বন্যার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন উপস্থিত থেকে খাবার বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সহ সভাপতি ইকবাল আহমদ খান, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার খান বাবু, অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ টিটু আহমদ, সদস্য সৈয়দ আক্তার, তোফায়েল আহমদ ইমন, আফজাল হোসাইন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল জানান, আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে প্রতিদিন বণিক সমিতির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। এই দুর্যোগে সমাজের বিত্তবানদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় দেড় হাজার মানুষ অবস্থান নিয়েছেন। এছাড়াও পানিবন্দী অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেজন্য সমাজের বিত্তবানরা বন্যার্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারব।