যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী।
বৃহস্পতিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন উপজেলা বিএনপির সভাপতি ছুফি।
তার আগমনকে ঘিরে অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার আলো ও উৎসবের আমেজ। উল্লেখ্য, গত ৬ মাস ওহিদুজ্জামান ছুফি চৌধুরী পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান করছিলেন।