সেপ্টেম্বর-২০২৫ মাসের সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান। যোগদানের পর এই নিয়ে দু’বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন তিনি।
সূত্র জানায়— যথাযথ পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
২১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসিকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।