সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গভীর করা এবং পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে মিশন গ্রিন বাংলাদেশ-এর আয়োজনে ও ফেঞ্চুগঞ্জ নিউজ ডটকম-এর তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক রুমেল আহসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও ছড়াকার রিয়াজ উদ্দীন ইসকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ও চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ।
কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিষ্কার বাতাসের প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির গুরুত্ব ও ব্যবহার শিশুদের সহজভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
শিশুদের উৎসাহিত করতে কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আয়োজকরা বলেন, ‘এ ধরনের কর্মশালার মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং তারা ভবিষ্যতে প্রকৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।’