ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে এক্সিম ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরে এক্সিম ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার কার্যালয়ের সম্মুখে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. আবু আজাদ মুহিবুল ফিরোজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, এক্সিম ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া লছমান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ হাসান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ প্রমুখ।
১১০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।