ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামে হাজী আছকর আলী সোস্যাল ফান্ড এন্ড আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ হাজী গোলাম মুহাম্মাদ বকুল (অবঃপ্রাপ্ত বিডিআর), সমাজকর্মী মো. রুকুনুজ্জামান চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমসুদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও হলি ফ্লায়ার স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিম আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফটিক মিয়া, ত্রাণ সম্পাদক ইরা মিয়া, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হোসাইন আহমদ, সহ মিডিয়া সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক সুহেল আহমদ, যুব সম্পাদক আলাল আহমদ ও সহ প্রচার সম্পাদক আজাদ আহমদ।
নগদ পাঁচশত টাকা করে ২৫০ জন্য পানিবন্দী মানুষের মধ্যে বিতরণ করা হয়।