তাইওয়ান ভূখণ্ডের ওপর দিয়ে গেল চীনের মিসাইল তাইওয়ান ভূখণ্ডের ওপর দিয়ে গেল চীনের মিসাইল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২১|

তাইওয়ান ভূখণ্ডের ওপর দিয়ে গেল চীনের মিসাইল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পাল্টা ব্যবস্থা হিসেবে বড় ধরনের সামরিক কার্যক্রম চালাচ্ছে চীন।

চীনের গণমাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, চীনের ছোঁড়া একটি মিসাইল প্রথমবারের মতো তাইওয়ান ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রফেসর মেং জিয়াংকিং চীনের গণমাধ্যম সিসিটিভিকে বলেছেন, এবার আমাদের প্রশিক্ষণ হচ্ছে লাইভ-ফায়ারিং টেস্টের মাধ্যমে। এবারই প্রথমবারের মতো এগুলো তাইওয়ান অতিক্রম করেছে।

তিনি জানিয়েছেন, তাইওয়ানের প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থাকা ঘাঁটির ওপর দিয়ে চীনের মিসাইলটি উড়ে গেছে।

এই মিসাইল ঘাঁটি তাইওয়ানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ চীন যদি কোনো আক্রমণ করে তাহলে তাদের আটকাতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে বর্তমানে চীনের পিপলস রিবেলেশন আর্মি যে প্রশিক্ষণ চালাচ্ছে সেটি তাইওয়ানের সবচেয়ে কাছে এবং দেশটিকে ঘিরে প্রথম সামরিক প্রশিক্ষণ। এবার তাইওয়ানের পূর্ব দিকে নিজেদের ফায়ারিংয়ের লক্ষ্য বানিয়েছে চীন।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রশিক্ষণের সময় ১০০টিরও বেশি ফাইটার এবং বোম্বার উড়িয়েছে সেনাবাহিনী। তাছাড়া ১০টি ডেসট্রয়ার এবং ফ্রিগেটও এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩