হামজাকে এবার ডাকছে চ্যাম্পিয়ন্স লিগের দল হামজাকে এবার ডাকছে চ্যাম্পিয়ন্স লিগের দল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১৬|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামজাকে এবার ডাকছে চ্যাম্পিয়ন্স লিগের দল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
Logo

২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলের স্বপ্ন পূরণ হয়েছে হামজার। ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেছে তার। এখন তিনি অপেক্ষায় আছেন বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচটা খেলার।

তার ঠিক আগে এলো নতুন খবর। তিনি তার দল লেস্টার সিটিতে আর খেলতে চাইছেন না। গেল জানুয়ারিতে লেস্টার তাকে ধারে খেলতে দিয়েছিল চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। সে দলটাকে নিয়ে তিনি খুব কাছে চলে গিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের।

তবে শেষমেশ তার দল শেফিল্ড প্লে অফের বৈতরণী পেরোতে পারেনি, ফলে আগামী মৌসুমেও দলটাকে চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে। এদিকে তার মূল দল লেস্টার সিটিও প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। মূলত এ কারণেই তিনি লেস্টারে থাকতে চাইছেন না।

তার ইউরোপীয় লিগগুলোর শীর্ষ পর্যায়ে খেলার ইচ্ছে পূরণ হতে পারে গ্রীক চ্যাম্পিয়ন দল অলিম্পিয়াকোসে। লিগ শিরোপাজয়ী হওয়ার সুবাদে এই দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে সরাসরি।  সেই দলটা আসছে মৌসুমের জন্য তাকে দলে ভেড়াতে চাইছে এখন।

এমন খবর দিয়েছেন গ্রীক সাংবাদিক গিওর্গোস সানাকাস। তিনি জানিয়েছেন, হামজাকে দলে পেতে মরিয়া গ্রীক চ্যাম্পিয়নরা। দলটির স্প্যানিশ কোচ হোসে লুইস মেন্দিলিবারের দর্শনের সঙ্গে হামজার খেলার ধরন সামঞ্জস্যপূর্ণ, সে কারণেই তাকে চাইছেন তিনি। তবে এই চাওয়া এখনও আনুষ্ঠানিক রূপ নেয়নি, তার বিষয়টি এখনও ক্লাবের ভেতরে আলোচনার পর্যায়ে আছে বলে জানিয়েছেন সানাকাস।

গেল আধ মৌসুমে শেফিল্ডে খেলেছেন হামজা। দলটা যে প্রোমোশন প্লে অফ ফাইনালে উঠেছে, তাতে বড় ভূমিকাই রেখেছেন হামজা। মূলত এ কারণেই তার ওপর নজর পড়েছে অলিম্পিয়াকোসের।

লেস্টারের সঙ্গে হামজার চুক্তির আরও দুই বছর বাকি। তবে হামজা এখন আর ক্লাবটিতে থাকতে চাইছেন না। তাকে ছেড়ে দিতে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদেরও সমস্যা নেই বলে জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।

অলিম্পিয়াকোসে যদি শেষমেশ পাড়ি জমিয়েই ফেলেন হামজা চৌধুরী, সেক্ষেত্রে ইতিহাস হাতছানি দিয়ে ডাকবে তাকে। বাংলাদেশের কোনো খেলোয়াড়ের পক্ষে ইউরোপের মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর মধ্যে সর্বোচ্চ ইউরোপা লিগ খেলার ইতিহাস আছে, সেটাও হামজারই। লেস্টারের হয়ে ইউরোপা আর কনফারেন্স লিগে খেলেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই খেলা হয়নি।

অলিম্পিয়াকোসে নাম লেখালে যে দলটার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন তিনি, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে পা রাখবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর