সিলেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একমাস ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ নেতা আ স ম মিসবাহ। দুর্ঘটনাকে পরিকল্পিত দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ায় দেশে ফিরতে পারছেন না।
তিনি জানিয়েছেন, চলতি মাসে দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন। মিসবাহ সিলেট ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও।
গত সিলেট সিটি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার জন্য যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দুর্ঘটনার শিকার হন মিসবাহ। গত ১ জুন ভোররাতে রাজধানী থেকে সিলেট ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর বাজারের পাশে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ভুল সাইটে গিয়ে তার প্রাইভেটকারকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। কারটিরও ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার পেছনে কারো হাত থাকতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তার শুভাকাঙ্ক্ষীরা। অনেকে ‘হত্যার জন্য দুর্ঘটনা নাটক’ বলেও স্ট্যাটাস দেন। গুরুতর আহত মিসবাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফেরেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুরোপুরি সুস্থ হননি উল্লেখ করে বৃহস্পতিবার মিসবাহ জানিয়েছেন দুর্ঘটনার পেছনে কারো হাত রয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখতে আইনি পদক্ষেপ নেবেন। কাভার্ডভ্যান চালককে শনাক্ত করে আটক করলে রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
এ বিষয়ে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল কবির জানান, কাভার্ডভ্যান আটক রয়েছে। চালক এখনও পলাতক। দুর্ঘটনার তদন্ত চলছে।
সূত্র: সমকাল