দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন আহত যুক্তরাজ্য আ.লীগ নেতা মিসবাহ দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন আহত যুক্তরাজ্য আ.লীগ নেতা মিসবাহ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৭|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন আহত যুক্তরাজ্য আ.লীগ নেতা মিসবাহ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

 

সিলেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একমাস ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ নেতা আ স ম মিসবাহ। দুর্ঘটনাকে পরিকল্পিত দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ায় দেশে ফিরতে পারছেন না।

তিনি জানিয়েছেন, চলতি মাসে দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন। মিসবাহ সিলেট ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও।

গত সিলেট সিটি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার জন্য যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দুর্ঘটনার শিকার হন মিসবাহ। গত ১ জুন ভোররাতে রাজধানী থেকে সিলেট ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর বাজারের পাশে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ভুল সাইটে গিয়ে তার প্রাইভেটকারকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। কারটিরও ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার পেছনে কারো হাত থাকতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তার শুভাকাঙ্ক্ষীরা। অনেকে ‘হত্যার জন্য দুর্ঘটনা নাটক’ বলেও স্ট্যাটাস দেন। গুরুতর আহত মিসবাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফেরেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পুরোপুরি সুস্থ হননি উল্লেখ করে বৃহস্পতিবার মিসবাহ জানিয়েছেন দুর্ঘটনার পেছনে কারো হাত রয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখতে আইনি পদক্ষেপ নেবেন। কাভার্ডভ্যান চালককে শনাক্ত করে আটক করলে রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

এ বিষয়ে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল কবির জানান, কাভার্ডভ্যান আটক রয়েছে। চালক এখনও পলাতক। দুর্ঘটনার তদন্ত চলছে।

সূত্র: সমকাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর