বন্দরবাজারে হোটেলের বাথরুম থেকে মরদেহ উদ্ধার বন্দরবাজারে হোটেলের বাথরুম থেকে মরদেহ উদ্ধার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:১৮|

বন্দরবাজারে হোটেলের বাথরুম থেকে মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সিলেট নগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রুমের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়।

এরপর তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

মারা যাওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আজবাহার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩