নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে সিলেট মহানগর পুলিশ নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে সিলেট মহানগর পুলিশ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:১৪|

নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে সিলেট মহানগর পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

সিলেট মহানগর পুলিশ অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে নগদ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে এমন ঘোষণা দেওয়া হয়।

 

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, সিলেট মহানগর এলাকায় নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ। জনগণের জানমাল রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব। সিলেট মহানগর পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে।

 

মহানগরকে নিরাপদ রাখতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়ে আরও বলা হয়, কোনো ধরনের নাশকতার খবর পেলেই সঙ্গে সঙ্গে এসএমপির নিয়ন্ত্রণকক্ষে (০১৩২০০৬৯৯৯৮) যোগাযোগ করুন অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।

 

যোগাযোগের জন্য দেওয়া নম্বরগুলো হলো—কোতোয়ালি থানা ০১৩২০০৬৭৫৬৮, এয়ারপোর্ট থানা ০১৩২০০৬৭৬২০, জালালাবাদ থানা ০১৩২০০৬৭৫৯৪, মোগলাবাজার থানা ০১৩২০০৬৭৭১৪, শাহপরান থানা ০১৩২০০৬৭৭৪০ ও দক্ষিণ সুরমা থানা ০১৩২০০৬৭৬৮৮।

এ বিষয়ে আজ শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। আমরা সিলেট মহানগর এলাকার জনগণকে আহ্বান করছি, যদি কেউ নাশকতা করে অথবা অগ্নিসংযোগের চেষ্টা করে, তাদের ধরিয়ে দিন অথবা আমাদের অবহিত করুন। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩