বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ কমিটির অনুমোদন দেন।
৩ বছর মেয়াদি এই কমিটির উপদেষ্টা হিসেবে আছেন, মোঃ আব্দুল করিম, নিখিল মল্লিক, মোঃ আব্দুর রহিম, মোঃ মিসবাহুদ্দজা।
মোঃ মুসলেক আহমদ কে সভাপতি এবং মোঃ হেলাল আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটিতে আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি নিখিল মালাকার, সহ-সভাপতি শফিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক সত্যেন্দ্র দেবনাথ, কার্যকরি সদস্য মোঃ মোহাইমিন আহমেদ, মোঃ শওকত আলি ও মিন্টু কর। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ কে ফুলের শুভেচ্ছা জানান।
একই সাথে কলেজের প্রধান সহকারী সঞ্জয় কুমার দে, সরকারী মুরারিচাঁদ কলেজের বেসরকারি কর্মচারি পরিষদের উপদেষ্টা অরবিন্দু দাস, সভাপতি প্রভাত মালাকার, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ কে ও ফুলের শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি কর্মচারীবৃন্দ।