কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ, ‘গুলিতে’ নিহত বলে ধারণা কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ, ‘গুলিতে’ নিহত বলে ধারণা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৭:১২|

কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ, ‘গুলিতে’ নিহত বলে ধারণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ, ‘গুলিতে’ নিহত বলে ধারণা

প্রকাশিত : ২০২৪-১২-০৪ ১৯:০৯:৩৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ সংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তরে এক বাংলাদেশির লাশ পড়ে রয়েছে। সীমান্তঘেঁষা বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা লাশটি দেখে বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও পুলিশকে জানিয়েছেন। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়নের দয়ার বাজার ভাটরাই গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনিছুর রহমান বলেন, আশরাফ উদ্দিন কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার সকাল আটটার দিকে ভারত সীমান্ত এলাকায় তিনি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। পরে ওই রাতে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আনিছুর জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা সীমান্তের ভারতীয় অংশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তাকে (আনিছুর) খবর দেন। খবর পেয়ে তিনি গিয়ে লাশটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, গুলিতে আশরাফ উদ্দিন মারা গেছেন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি বলা যাচ্ছে না। ভারত সীমান্তের অভ্যন্তরে বাংলাদেশির লাশ পড়ে থাকার বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের কলাইরাগ গ্রামের ভারতসংলগ্ন এলাকার ১২৫১ নম্বর পিলারের পাশে লাশটি পড়ে রয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, ভারত সীমান্তের ১২০ গজ অভ্যন্তরে লাশটি পড়ে রয়েছে। লাশটি উদ্ধারের জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফকে জানিয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের সঙ্গে ভারতের পুলিশও রয়েছে। বিএসএফ লাশটি বাংলাদেশের বিজিবিকে হস্তান্তর করবে। এরপর বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর