সিলেটের আদালতপাড়ায় দুই ঘণ্টার কর্মবিরতি সিলেটের আদালতপাড়ায় দুই ঘণ্টার কর্মবিরতি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১০:৫৮|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের আদালতপাড়ায় দুই ঘণ্টার কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে সিলেটের আদালতপাড়ায় দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেন সিলেটের আদালতের সকল স্তরের কর্মচারীরা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি রতি কান্ত দাস, আজাদ মিয়া, উপদেষ্টা মো. ছয়েফ আহমদ, সহ-সভাপতি দীপংকর পাল, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সহ-সভাপতি কজ্জ্বল কান্তি চক্রবর্তী, শম্পা বর্ধন, আতাউর রহমান, আইন সম্পাদক আবুল হোসেইন প্রমুখ।

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, এই দাবিগুলো নতুন কিছু নয়। আমরা বছরের পর বছর ধরে সরকারের কাছে এসব ন্যায্য দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো আমলে নিচ্ছেন না। তাই আমরা বাধ্য হয়েই কর্মসূচিতে যাচ্ছি। আমরা বিনয়ের সঙ্গে সরকারের কাছে অনুরোধ করছি আমাদের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়া হোক।

এছাড়া সংগঠনের অন‍্যান‍্য দাবিগুলোর মধ‍্যে ছিল, ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তি, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর