৫ আগস্টের পর প্রথমবারের মতো সিলেট আসছেন মির্জা ফখরুল ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিলেট আসছেন মির্জা ফখরুল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৬|

৫ আগস্টের পর প্রথমবারের মতো সিলেট আসছেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে সিলেট আসবেন তিনি। এই সফরে ফখরুলের সঙ্গে সিলেট আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু,  নিপুন রায়, খাইরুল কবির খোকন সহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা।

রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়াপারসনের উপদেষ্টা এম এ মালিক।

তিনি জানান, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া মাহফিলে অংশ নেবেন কেন্দ্রিয় নেতারা। এরপর জেলা ও মহানগর বিএনপির জনসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

সকালে, সিলেটে আসার কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও জনসভায় অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাই যোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে।

সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হেভিওয়েট নেতারা সিলেট সফরে আসায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

ইসলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জানান, বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নগরের একটি হোটেলে। এরআগে  সকাল ১১ টায় পাঠানটুলাস্থ সানরাইজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা একলাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায়  আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্যকোনো সুযোগ ছিলনা। আমি আশা করি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর