বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০২|
সর্বশেষ :

বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Oplus_131074

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে। নিজের জন্মস্থানের মানুষের সঙ্গে রাজনীতি হয় না, এই ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ আমার পরিবারের অংশ। তাদের জীবন ও মান উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন বৃহত্তর ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ও ফেঞ্চুগঞ্জ বাজার রক্ষার লক্ষ্যে জুড়ি নদীর বুড়িকিয়ারীতে আমি টেকসই বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। এর ফলশ্রুতিতে অত্র এলাকার মানুষ সুফল ভোগ করছেন। ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি ও বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সামবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরমান আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম খান, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক সজিবুর রহমান সজিব, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সনজির আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সনজির মিয়া, ইউনিয়ন কৃষকদলের সদস্য সাজু আহমদ, বিএনপি নেতা মাওলানা বাহা উদ্দীন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামিম আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জিল আহমদ ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইজ উদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর