বিএনপির উদ্যোগে কুলাউড়ার জয়চন্ডিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান বিএনপির উদ্যোগে কুলাউড়ার জয়চন্ডিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০২|
সর্বশেষ :

বিএনপির উদ্যোগে কুলাউড়ার জয়চন্ডিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

কুলাউড়া বিএনপির ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্যোগে এবং ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সহায়তায় বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের বন্যা বিধ্বস্ত ২নং ওয়ার্ডে স্থানীয় নেতা মোস্তফা চৌধুরীর বাসভবনে বিপুল সংখ্যক বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় কর্মসূচির প্রধান ডা. মোঃ কেরামত আলী, সদস্য সচিব কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক আঃ মুহিত, বরমচাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমেদ মধু, হিন্দু ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী এড. আবেদ রাজা এ কর্মসূচির উদ্যোক্তা ও তাঁর উদ্যোগে বিভিন্ন বন্যার্ত বিপন্ন মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে তারা জানান। তারা এ কর্মসূচিকে সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান।

এর পূর্বে এ কর্মসূচির মাধ্যমে ভুকশিমইলের গৌড়করণ, কুলাউড়া পৌরসভার ইয়াকুব তাজুল কলেজ ও রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় এবং দেখিয়ারপুর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালিয়া মাদ্রাসা, জয়চন্ডি ইউনিয়নের মিরশংকরে বন্যার্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। কুলাউড়া বিএনপি অফিসে বন্যার্তদের বিনামূল্যে বিতরণের জন্য খাবার স্যালাইন তৈরীর পদক্ষেপ জনমনে উৎসাহের সঞ্চার করেছে। কর্মসূচি সমন্বয় করেন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা মোঃ দুলাল, স্থানীয় নেতা আব্দুল মোস্তাকিম, আব্দুল করিম কালা, জয়নাল আবেদীন তারাসহ অন্যান্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর